Breaking News

সেলফি তুলতে দেখে নারীর পাশে দাঁড়াল ভাল্লুক!

প্রযু’ক্তির উৎকর্ষতায় কত কিছুই ঘটছে প্রতিটি মুহূ’র্তে। সেই প্রযু’ক্তির একটি অংশ স্মা’র্টফোন। আর স্মা’র্টফোনের অন্যতম কাজ সেলফি তোলা। প্রায় সব মু’হূর্তের ছবি তুলে রাখা হয় এ সেলফির মাধ্যমে। সেসব ছবি আবার প্র’কাশ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে কখনো কখনো এসব ছবি ভাই’রালও হয়ে যাচ্ছে।

এবার তেমনই একটি মজার ঘ’টনা ঘ’টেছে। আর সেই ঘ’টনাটি ঘুরছে এখন মানুষের হাতে হাতে। স’ম্প্রতি ভাই’রাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে মজার দৃ’শ্যটি। যেখানে এক নারীর পাশে দাঁড়িয়ে সেলফিতে পোজ দিতে দেখা যায় একটি ভাল্লুককে। যা দেখে অ’বাক হয়েছে অনেকেই।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্র’কাশ ক’রেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ক’র্মক’র্তা সুশান্ত নন্দা। এতে দেখা যাচ্ছে, তিন নারী বনের মধ্যের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাদের পেছনে যাচ্ছে একটি কালো ভাল্লুক। রাস্তার পাশে একটি স্থানে তারা দাঁড়ান। তখন ভাল্লুকটি পেছন থেকে একজনের চুল ধ’রে টানতে থাকে।

নারীটি বারবার বা’ধা দিলেও কোনো গু’রুত্ব দিচ্ছে না ভাল্লুকটি। মু’হূর্তটি ক্যামেরাব’ন্দি ক’রতে তিনি নিজে’র মোবাইল বের করে সেলফি তুলতে যান। তখন ভাল্লুকটি পেছনের দুটি পায়ে ভর করে দাঁড়িয়ে নারীটির পেছনে দাঁড়িয়ে পোজ দিতে শুরু করে।

ঘ’টনার ভিডিওটি কয়েক হাজার মানুষ দেখেছেন। একজন কমেন্ট ক’রেছেন, ‘ওই যুবতীর সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে পড়েছি। ওই প’রিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তিনি যে ঠান্ডা মা’থায় ছিলেন, তা সত্যিই শিক্ষণীয়।’আরেকজন মজা করে লি’খেছেন, ‘আজকের দিনে পুরো পৃথিবীই সেলফির প্রে’মিক হয়ে গিয়েছে, তাহলে ওই ভাল্লুকটাই বা কেন পিছিয়ে থাকে।’

Check Also

লম্বা স্বামী আর খাটো স্ত্রী’র সংসারই সবচেয়ে সুখের!

বিয়ের সময়ে লম্বা পাত্রদের জন্য সমান উচ্চতার পাত্রী খোঁ’জা হলেও গবেষকদের মতে, খাটো স্ত্রী’ থাকলেই …