Breaking News

ভোট পেয়েছি, পাস করেছি: পরীমনি

মুখোশ’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন হালের ক্রেজ পরীমনি। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। শুরুতে এ সিনেমার নাম ছিল ‘লেখক’। পরিবর্তন করে রাখা হয়েছে ‘মুখোশ’।

মঙ্গলবার (২৫ মে) থেকে শুরু হয়েছে সিনেমার শেষ লটের চিত্রায়ণ। ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে চলছে কাজ। এতে অংশ নিয়েছেন পরীমনি। নিজের ফেসবুকে ছবিও শেয়ার করেছেন পরী। লিখেছেন, ‘#মুখোশ। অন গোয়িং। #শুটিং #ডে১৩।’ ছবির সূত্র ধরে আলাপ ঢালিউড সুন্দরীর সঙ্গে।

শেষ লটের চিত্রায়ণ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘শুটিং প্রায় শেষ। আর দু’দিন কাজ করলেই সব শেষ হবে। যেখান থেকে ক্যামেরা ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হচ্ছে। আজকে (শনিবার) শেষ দিনের শুটিং করছি। তারপর বাকি থাকবে গানের কিছু কাজ। সেটা এরই মধ্যে করা হবে।’

চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে উল্লেখ করে পরীমনি আরও বলেন, ‘আমরা যখন শুরু করি তখন পরিস্থিতি আসলে খুব ভালো ছিল না। তারপর কয়েকবার লকডাউনের কারণে আমাদের পরিকল্পনা পিছিয়ে গিয়েছিল। রানিং শুটিং বন্ধ করা বেশ চাপের। সবমিলিয়ে ভালোভাবে শুটিং শেষ করতে পারছি এটাই বড় কিছু।’

ছবি: চিত্রায়ণের ফাঁকে মনিটর দেখছেন রোশান, শুভ ও পরী। সংগৃহীত

‘মুখোশ’ সিনেমায় ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এর শুটিংয়ে নিজের ডিজাইন করা পোশাক পরেছেন তিনি। এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাতেও নিজের কস্টিউম ডিজাইন করেছেন এ লাস্যময়ী অভিনেত্রী। পরপর দুটি সিনেমায় কস্টিউম ডিজাইন প্রসঙ্গে জানতে চাইলে পরী বলেন, ‘পরিচালক ভরসা করলেন আর আমিও সাহস করলাম। ব্যাস হয়ে গেল। একটাতে প্রমাণ হয়ে গেছে, দর্শক পছন্দ করেছেন। চরিত্রের সাথে আমার ডিজাইন করা পোশাক ঠিকঠাক মিলে গেছিল। ভোট পেয়েছি, পাস করেছি। এখন বাকিটা দেখা যাক কী হয়।’

এ ধারা অব্যাহত থাকবে? উত্তরে পরীমনি হেসে বলেন, ‘হতেই পারে। কোনো সমস্যা নেই। আমরা যখন পরিকল্পনা করি তখন একটি চরিত্র আঁকা হয়ে যায়। এ চরিত্রের ধরণ, কথাবার্তা, চলাফেলা সব কিছু নিয়ে ভাবতে হয়। তার মধ্যে কস্টিউম গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

‘মুখোশ’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন পরীমনি ও জিয়াউল রোশান। সিনেমায় ‘শায়ান’ চরিত্রে দেখা যাবে রোশানকে। এ জুটিকে নিয়ে আশাবাদী সিনেমাটির নির্মাতা ইফতেখার শুভ। সময় নিউজকে তিনি বলেন, ‘সব মিলিয়ে আমি বেশ খুশি। বাকিটা দর্শকের ওপর। দর্শক এতোদিন পরীমনিকে পছন্দ করেছে এখন সোহানাকে করবে।’

Check Also

আদর্শ মা হতে চান অপু বিশ্বাস (ভিডিও)

ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়কে নিয়েই তার ভাবনা চিন্তা। ছেলেকে সঠিক …