Breaking News

নিখিল-যশের পার্থক্য বোঝালেন নুসরাত!

‘কেউ ভালোবাসার নামে আঘাত করে। কেউ সেই ব্যথায় ভালোবাসার প্রলেপ লাগিয়ে দেয়!’ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনটাই লিখেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার (২৮ মে) সকালে এমন স্টোরি শেয়ার করার পর আবারও নেটদুনিয়ায় আলোচনায় এ অভিনেত্রী।

অনেকে মনে করছেন এ পোস্টের মাধ্যমে নিখিল আর যশের পার্থক্য বোঝালেন নুসরাত। সাবেক নিখিল আর বর্তমান যশকে ইঙ্গিত করে এ পোস্ট করেছেন নুসরাত। তবে বিষয়টি স্পষ্ট না। কারণ এ নিয়ে কেউই মুখ খোলেননি।

লম্বা সময় ধরে যশের সঙ্গে সখ্যতার কারণে আলোচনায় নুসরাত। টলিপাড়ার বাসিন্দাদের কেউ কেউ মনে করেন, নুসরাত-নিখিলের সর্ম্পকের মাঝে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। আর সন্দেহের তীর যশের দিকেই। যদিও নুসরাতের সঙ্গে সম্পর্ককে শুধুই ‘বন্ধুত্ব’ বলে উল্লেখ করেছেন যশ।

বিধানসভা নির্বাচনের আগে নুসরাত-যশের সখ্যতার বিষয়টি প্রকাশ্যে আসে। যশ বিজেপিতে যোগ দেয়ায় তাদের সম্পর্কে ফাটল ধরবে বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু সে ধারণাকে ভুল প্রমাণ করেছেন নুসরাত-যশ। আলাদা দলের হলেও তাদের বন্ধুত্ব ঠিক আগের মতোই আছে।